গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি কর্নেল (অব.) আবদুল কাদের খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বগুড়া শহরের রহমান নগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান কাদের খানকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা বলতে পারেননি।
গাইবান্ধা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিটন হত্যা মামলায় কাদের খানকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে পুলিশ ও গোয়েন্দারা কাদের খানের বগুড়ার বাড়িটি ঘিরে রাখে।
কাদের খান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক এমপি। ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন তিনি।