কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নারীসহ চার জন নিহত হয়েছে; আহত হয়েছে এক শিশুসহ দুইজন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাগমারার বরল এলাকায় কুমিল্লা-নোয়াখালী সড়ক এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির ইনচার্জ মো. ইব্রাহিম খলিল জানান।
নিহতরা হলেন কুমিল্লার লাকসাম উপজেলার গন্ডামারা গ্রামের আবদুর রাজ্জাক (৪৫), তার স্ত্রী ঝরনা বেগম (৩৫), রাজ্জাকের শাশুড়ি জেবুন নেছা (৬৫) ও সিএনজিচালক বাচ্চু মিয়া (৩০)। দুর্ঘটনায় নিহত রাজ্জাকের ছেলে রাজু এবং নিকটাত্মীয় ইসহাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ইব্রাহিম খলিল জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরল এলাকায় রাত সাড়ে ৮টায় সিএনজিচালিত অটোরিকশা ও ইকোনো বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা নারীসহ তিন যাত্রী নিহত হন।
“খবর পেয়ে লালমাই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে দুই জনকে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টায় সিএনজিচালক বাচ্চু মিয়া মারা যান।”