কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে।
নিহত মোস্তফা (৩৩) ডাকাতদলের সদস্য বলে পুলিশের ভাষ্য।
ওসি ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লড়িবাগ রেলগেইট এলাকায় রাস্তায় রশি বেঁধে ডাকাতি করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। মঙ্গলবার রাতে ডাকাত ধরার জন্য কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আলম মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ও বুড়িচং থানার পুলিশ বের হয়।
“পুলিশ লড়িবাগ রেলগেইট এলাকায় পৌঁছালে ডাকাতদল গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি করলে মোস্তফা আহত হন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার ও কনস্টেবল দয়ালকান্তি আহত হলে তাদের জেলা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ওসি ফিরোজ।