কুষ্টিয়া সদর ও ভেড়ামারা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন - কুষ্টিয়ার কুমারখালীর মনোহরপুর এলাকার নূরউদ্দিনের ছেলে সোবহান আলী (৩৭) ও মেহেরপুর জেলার মনোহরদিয়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে হাসানুজ্জামান (৩৫)।
পুলিশ কর্মকর্তা জয়নূল বলছেন, “বুধবার ভোরে সদর উপজেলার বাড়াদী ও ভেড়ামারা উপজেলার দশমাইলে সড়কে গাছ ফেলে ডাকাতি হচ্ছে বলে খবর আসে।
“জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার পুলিশ বাড়াদীতে আর ভেড়ামারা থানার পুলিশ দশমাইলে অভিযান চালায়। উভয় জায়গায় ডাকাতদল পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে ডাকাত সোবহান ও হাসানুজ্জামান ঘটনাস্থলেই মারা যান।”
পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি শাটারগান, দুটি গুলি ও করাত উদ্ধার করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা জয়নূল।
তিনি বলেন, নিহত সোবহানের বিরুদ্ধে কুমারখালী, রাজবাড়ী, ঈশ্বরদী, কুষ্টিয়া মডেল থানায় হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আটটি, আর হাসানুজ্জামানের বিরুদ্ধে গাংনীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।