রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
প্রকাশ: ০২:০০ pm ১৬-০২-২০১৭ হালনাগাদ: ০৪:২৭ pm ১৬-০২-২০১৭
 
 
 


কুষ্টিয়ায় কামাল হোসেন চৌধুরী (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যরা বলছেন, চিকিৎসার জন্য ছুটি না পাওয়ায় হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে কামাল অনেকগুলো ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।

কামালের বোন সীমা চৌধুরী জানান, কামাল দীর্ঘদিন থেকে মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার জন্য ছুটি চেয়েছিলেন তিনি। কিন্তু ছুটি না মেলায় হতাশাগ্রস্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

চিকিৎসার জন্য কামালের ছুটি চাওয়ার বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, কামাল মেহেরপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT