রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘চরমপন্থী’ নিহত
প্রকাশ: ১০:১১ am ০৫-০৪-২০১৮ হালনাগাদ: ১০:১৯ am ০৫-০৪-২০১৮
 
 
 


কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) এক সদস্য নিহত হয়েছেন।

কুষ্টিয়া র‌্যাব-১২ জানায়, উপজেলার ঘোড়াঘাট এলাকার গড়াই নদীর চরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস ওরফে সাগর (৪২) রাজবাড়ী জেলার উড়াকান্দা গ্রামের তারক আলীর ছেলে। তিনি এলাকায় বালুর ব্যবসা করতেন।

র‌্যাব কর্মকর্তা বলেন, নাশকতা তৈরির উদ্দেশ্যে একদল সন্ত্রাসী ঘোড়াঘাট এলাকার গড়াই নদীর চরে গোপন বৈঠক করছে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।

“র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি করে। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাগরকে পাওয়া যায়।”

র‍্যাব জানায়, নিহত কুদ্দুস নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল-পতাকা) আঞ্চলিক প্রধান ছিলেন। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি পিস্তল, একটি রিভলবার, একটি রামদা ও ১৩টি গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের পাঠানো খুদে বার্তায় বলা হয়েছে, বন্দুকযুদ্ধের ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT