তিনটি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে বুধবার দেশে ফেরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন। দলের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে পাঠানো মুঠোফোন বার্তায় এ কথা জানানো হয়।
এদিন দুর্নীতির এক মামলায় আদালতে হাজিরার তারিখ রয়েছে। সকাল ১০টার দিকে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দিতে যাবেন তিনি।
তিন মাস পর যুক্তরাজ্য থেকে বুধবার দেশে ফিরেছেন খালেদা জিয়া। ওইদিন বিকেল সোয়া ৫টার দিকে তাকে বহনকারী এমিরেটসের বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের ভেতরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসভবনে যান।
এদিকে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের বাইরে অবস্থান নেয় দলের হাজার হাজার কর্মী। তাদের অবস্থানের কারণে বিমানবন্দর সড়কে দেখা দেয় যানজট। খালেদা জিয়া হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
গত ১৫ জুলাই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে বড় ছেলে তারেক রহমানের বাড়িতে পরিবারের অন্যদের সঙ্গে কোরবানির ঈদ করেন তিনি।
চোখ ও হাঁটুর চিকিৎসা নিতে খালেদার সফরে অন্য উদ্দেশ্য রয়েছে বলে দাবি করছিলেন আওয়ামী লীগের নেতারা।
উল্লেখ্য, বাসে পেট্রোলবোমা হামলা মামলায় ৯ অক্টোবর বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিন বেগম।
এছাড়া, ১২ অক্টোবর সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঢাকার দুটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মানহানির মামলায় ঢাকা মহানগর হাকিম নূর নবী এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিশেষ আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান এ দুটি পরোয়ানা জারি করেন।