রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
গাইবান্ধার বাস খাদে পড়ে শিশুসহ ৫ জন নিহত
প্রকাশ: ১০:০৭ am ১৯-০৩-২০১৭ হালনাগাদ: ১০:১৪ am ১৯-০৩-২০১৭
 
 
 


গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও ১৫ জন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবুল বাশার জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে জুম্মারঘর ৪১ মাইল এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি নৈশকোচ জুম্মারঘর এলে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই শিশুসহ চারজন নিহত হন বলে বাশার জানান।

খবর পেয়ে হাইওয়ে টহল পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ভোরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আহত একজনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও বাস অপসারণের কাজ চলছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT