রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ঘেরাওকারীদের হাতে লাঞ্ছিত হন হল মালিক সমিতির সভাপতি নওশাদ
প্রকাশ: ০৩:০৫ pm ২১-০৬-২০১৭ হালনাগাদ: ০৩:০৭ pm ২১-০৬-২০১৭
 
 
 


যৌথ প্রযোজনার নিয়ম না মেনে নির্মিত ‘নবাব’ ও ‘বস টু’ ছবি দুটির মুক্তি ঠেকাতে আন্দোলনে নেমেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৬টি সংগঠন।বুধবার (২১ জুন) দুপুরে এ আন্দোলনের অংশ হিসেবে সেন্সর বোর্ড ঘেরাও করেন সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় সেখানে ঘেরাওকারীদের হাতে লাঞ্ছিত হন হল মালিক সমিতির সভাপতি ও মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি  যৌথ প্রযোজনার ‘বস টু’ ও ‘নবাব’-এর পক্ষ নিয়ে আগে থেকেই সেখানে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন গুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। জানা যায়, তিনি প্রথমে ঘেরাওকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ঘেরাওকারীরা উত্তেজিত হয়ে তার উপর আক্রমণ ক‌রেন। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এফডিসি থেকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা সেন্সর বোর্ড অভিমুখে একটি মিছিল বের করেন। এ সময় তারা শ্লোগান দেন- ‘চলচ্চিত্রের দালালরা হুশিয়ার সাবধান’, ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, সেন্সর বোর্ড ঘেরাও হবে’, ‘যৌথ প্রতারণা চলবে না’। ঘেরাও কর্মসূচিতে ছিলেন মিশা সওদাগর, রিয়াজ, সাইমন, বদিউল আলম খোকন, তানিন, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরুসহ আরও অনেকে। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT