কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশ ও 'ডাকাত দলের' মধ্যে গোলাগুলির ঘটনায় ফরহাদ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় 'ডাকাতদের' পিকআপ ভ্যানে থাকা একটি গরু গুলিতে মারা যায়।
রোববার দিনগত রাত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী নোয়াপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
ঈদগাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ খালেকুজ্জামান এই তথ্য জানান।
তিনি বলেন, নিহত ফরহাদ ডাকাত দলের সদস্য। সে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের আবুল হোসেনের ছেলে।
ঘটনাস্থল থেকে 'ডাকাত দলের' ফেলে যাওয়া কিছু গোলাবারুদ উদ্ধার করার দাবি করেছে পুলিশ।
খালেকুজ্জামান জানান, ভোর রাতে রামু উপজেলার জোয়ারিয়া নালা এলাকা থেকে একটি পিকআপে ৭টি গরু ভর্তি করে চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়ার সময় 'ডাকাত দলের' পিছু নেয় পুলিশ। চকরিয়ার খুটাখালীর নোয়াপাড়া এলাকায় পৌঁছালে 'ডাকাত দলের' সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষায় পুলিশের পাল্টা গুলিতে ফরহাদ নিহত হয়। তবে 'ডাকাত দলের' অন্য সদস্যরা পালিয়ে যায়।
এসময় গুলি লেগে ৭টি গরুর মধ্যে একটি গরু মারা যায়। গরুভর্তি পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত ফরহাদ চকরিয়ার রামপুর চিংড়ি জোনের ত্রাস কুখ্যাত নব্যা চোরা বাহিনীর সদস্য।