চট্টগ্রাম নগরীতে গোপন বৈঠক চলার সময় জঙ্গি সন্দেহে নিষিদ্ধ ঘোষিত তিনটি জঙ্গি সংগঠনের ১৭ জন সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ মার্চ) ভোর থেকে রোববার ভোর (১২ মার্চ) পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, এক সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে ডবলমুরিং থানার ঈদগাহ কাঁচা রাস্তার মাথায় এক লন্ড্রি দোকানের পেছনে বৈঠক চলাকালে তিনজনকে আটক করা হয়। এরপর রোববার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরী, হিজবুত তাওহীদ ও আল হাদিসের মোট ১৭ সদস্যকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আটকেরা হিজবুত তাহরী ও আল হাদিসের মতাদর্শী। এদের নাশকতার পরিকল্পনা ছিলো- এমন খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদের আটক করেছি।
অভিযানে বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেট জব্দ করা হয়েছে বলেও জানান ওসি মহিউদ্দিন।