রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
চলে গেলেন বিশিষ্ট সংগীত গবেষক ড. করুণাময় গোস্বামী
প্রকাশ: ০২:৩৮ pm ০১-০৭-২০১৭ হালনাগাদ: ০২:৩৯ pm ০১-০৭-২০১৭
 
 
 


চলে গেলেন বিশিষ্ট সংগীত গবেষক ড. করুণাময় গোস্বামী (৭৪)। শুক্রবার (৩০ জুন) রাত পৌনে ১২টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধু ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। শনিবার (০১ জুলাই) সকালে ড. করুণাময় গোস্বামীর ভাগ্নের স্ত্রী সুবর্ণা ঘটক সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার থেকে ড. করুণাময় গোস্বামীর জ্বর ছিল। গতকাল রাতে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় রাতের খাবার খেয়েছেন। তখনো তিনি স্বাভাবিক ছিলেন। এরপর তিনি বাথরুমে গিয়ে পড়ে যান। তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎ​সকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎ​সকদের মতে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। শমরিতা হাসপাতালের শবহিমাগারে ড. করুণাময় গোস্বামীর মৃতদেহ রাখা হয়েছে। ড. করুণাময় গোস্বামীর স্ত্রী চিত্রা দেবী গুরুতর অসুস্থ। গতকাল শুক্রবার রাতেই তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার ছেলে সায়ন্তন গোস্বামী এখন কানাডায় আছেন আর মেয়ে তিথি গোস্বামী আছেন যুক্তরাষ্ট্রে। গতকাল শুক্রবার রাতেই তাদেরকে বাবার মৃত্যু সংবাদ জানানো হয়েছে। ধারনা করা হচ্ছে, সায়ন্তন আগামীকাল রোববার সকালে আর তিথি আজ শনিবার রাতে ঢাকায় পৌঁছুবেন। সুবর্ণা ঘটক আরও জানান, ছেলে মেয়ে দেশে আসার পর ড. করুণাময় গোস্বামীর শেষকৃত্যের ব্যাপারে সব সিদ্ধান্ত নেওয়া হবে। এ কৃতি ব্যক্তিত্ব একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পদক লাভ করেছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT