সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ায় চুয়াডাঙ্গায় সবগুলো রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন চালক ও হেলপাররা।
বুধবার দুপুর পৌনে ২টা থেকে রুটগুলোতে বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন তারা। এতে বিপাকে পড়েছেন ওই জেলায় চলাচলরত যাত্রীরা।
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল-মাহমুদ ফাইজুল কবীর ওই মামলায় চুয়াডাঙ্গার বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে তারেক মাসুদ ও মিশুক মুনীরকে বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন তারা। এসময় মাইক্রোবাসের চালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামালও ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় ঘিওর থানার তৎকালীন এসআই লুৎফর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসের চালক জামির হোসেনকে আসামি করে মামলা করেন।
ওই বছরের ১৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর শুরু হয় বিচার। যুক্তি-তর্ক উপস্থাপন শেষে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর রায় ঘোষণার জন্য ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। আজ ওই মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।