রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
প্রকাশ: ০১:২২ pm ২৩-০২-২০১৭ হালনাগাদ: ০১:২৬ pm ২৩-০২-২০১৭
 
 
 


চুয়াডাঙ্গায় দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিশুক মুনির ও তারেক মাসুদসহ পাঁচজন নিহতের মামলায় বাসচালক জামির উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে বুধবার এ  ধর্মঘট ডাকা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে জেলার প্রধান পাঁচ রুটের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে শ্রমিকদের খণ্ড খণ্ড পিকেটিং করতে দেখা গেছে।

ধর্মঘটের কারণে চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। তাদের দাবি আলোচনা সাপেক্ষে দ্রুত সমস্যা সমাধান করা হোক।

চুয়াডাঙ্গা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম জানান, বৃহস্পতিবার ইউনিয়নের নেতারা জরুরি বৈঠকে বসবে। সেই বৈঠক থেকেই করণীয় নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-মানিকগঞ্জ এলাকার জোকা এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় বুধবার মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চালক জামির উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন।

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT