প্রতিবন্ধী ১০ বছর বয়সী ছেলেকে নিয়ে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে এসেছিলেন মোহাম্মদপুরের গৃহবধূ আফসানা বেগম (৩০)। সকাল থেকে সিরিয়ালে দাঁড়িয়ে ঠিকঠাক মতো ডাক্তারও দেখিয়েছিলেন ছেলেটিকে। সবশেষে স্বামী চাঁন মিয়াকে নিয়ে বাসায় ফেরার উদ্দেশ্যে বের হন হাসপাতাল থেকে। কিন্তু হাসপাতাল থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার আগেই একটি ঘাতক বাস চাপা দেয় ওই মাকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গতকাল বেলা ১টার দিকে বিএসএমএমইউ হাসপাতালের সামনে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের প্রতিবেশী এক নারী জানান, স্বামী ও দুই সন্তান নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেট সংলগ্ন বিহারি ক্যাম্পে থাকতেন আফসানা বেগম। তাদের দুই ছেলের মধ্যে বড় ছেলে তারেক মানসিক প্রতিবন্ধী। গতকাল সকালে ওই ছেলেটিকে ডাক্তার দেখানোর জন্য বিএসএমএমইউ হাসপাতালে আসেন স্বামী-স্ত্রী দুজন। দুপুরের দিকে হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তা পাড় হতে গেলে একটি যাত্রীবাহী বাস আফসানাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মারা যান আফসানা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। শাহবাগ থানার ওসি আবুল আহসান জানান, ওই নারীকে চাপা দিয়ে রাস্তা ফাঁকা থাকায় বাসটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।