গাইবান্ধা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এসপি হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেশ কয়েকটি চরে এ অভিযান অব্যাহত রয়েছে। তবে একজন ছাড়া কাউকে আটক বা কিছু উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। কোন কোন চরে এ অভিযান চলছে এ বিষয়ে তিনি কিছু জানাতে চাননি।
এর আগে বুধবার ভোর থেকে জঙ্গি আস্তানা ও নৌ ডাকাত গ্রেফতারে নৌকায় করে সদর উপজেলার বালাসীঘাট থেকে অভিযানের যাত্রা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মইনুল হকের নেতৃত্বে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরিরোজম ইউনিটের সদস্যসহ ৫০ জন সদস্য অংশ নেয়।
চরাঞ্চলগুলোতে জঙ্গি তৎপরতা রয়েছে বলে মিডিয়ায় প্রচারণা চালানো হয়। একই সঙ্গে এসব এলাকায় নৌ ডাকাত গ্রেফতারের লক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে চরাঞ্চলের চিহ্নিত বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।