রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
জাতীয় জাদুঘরে জামদানি প্রদর্শনী শুরু
প্রকাশ: ১২:৩১ pm ১৪-০৬-২০১৭ হালনাগাদ: ১২:৩৪ pm ১৪-০৬-২০১৭
 
 
 


আবহমান বাংলার নারীরা প্রকৃত সৌন্দর্য খুঁজে পান শাড়িতেই। বিশেষ করে কারুশিল্পীদের সুনিপুণ হাতের নান্দনিক রূপ ও বৈচিত্র্যের অনবদ্য সৃষ্টি জামদানিতে। বাঙালির কাছে জামদানি কাপড়ে বানানো পোশাকের কদর বহুকাল ধরেই। ঈদ, পূজা ও বড়দিনের মতো উত্সব উদযাপনে অনেকেরই পছন্দ এ কাপড়ের পোশাক। আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার বাসিন্দাদের জামদানি শাড়ি কেনার সুযোগ করে দিতে গতকাল থেকে একটি জামদানি প্রদর্শনী শুরু হয়েছে। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে চলছে এই প্রদর্শনী। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে গতকাল এই জামদানি প্রদর্শনী শুরু হয়েছে। জামদানি পণ্য তেরছা, জলপাড়, পান্নাহাজার, করোলা, দুবলাজাল, সাবুরগা, বলিহার, শাপলাফুল, আঙ্গুরলতা, ময়ূরপ্যাচপাড়, বাঘনলি, কলমিলতা, চন্দ্রপাড় ও ঝুমকাসহ অনেক বাহারি নামের জামদানি শাড়ির পসরা সাজিয়ে বসেছেন। দুই হাজার টাকা থেকে শুরু করে প্রায় লাখ টাকা মূল্যের জামদানি শাড়িও রয়েছে এসব স্টলে। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ছিল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। গতকাল বিকেল ৩টায় ১০ দিনব্যাপী এ জামদানি প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের অন্যতম পরিচালক অতিরিক্ত সচিব ইফতেখারুল ইসলাম খান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। অনুষ্ঠানে এছাড়াও শিল্প মন্ত্রণালয় ও বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। আমির হোসেন আমু বলেন, ‘জামদানি ও মসলিন আমাদের ঐতিহ্যগত শিল্প। সারা দুনিয়ায় কদর ছিল মসলিনের। ইংরেজ আমলে আমাদের এই ঐতিহ্য ধ্বংস করা হয়েছে। এখন আমরা জামদানিকে নতুন করে হাজির করছি। নানা দেশে এখনও জামদানির যথেষ্ট কদর রয়েছে।’ শিল্পমন্ত্রী আরও বলেন, ‘ইউনেস্কো থেকে জামদানির স্বীকৃতির পর জামদানির বিকাশে আমরা আরও তত্পর হয়েছি। জামদানির উন্নয়নে ইতোমধ্যে ১৬টি সুপারিশ প্রস্তাব করা হয়েছে, শিগগিরই এগুলো বাস্তবায়িত হবে।’ প্রদর্শনীতে মোট ২৬টি স্টল রয়েছে। ২২ জুন পর্যন্ত এ জামদানি প্রদর্শনী সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT