জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শ্রমজীবী মানুষের দাবি আদায়সহ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৯ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গঠিত হয় জাতীয় শ্রমিক লীগ।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা। এরপর দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদ সদস্য ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১৬ অক্টোবর বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।