মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
গ্রামের সৌন্দর্য বৃদ্ধির জন্য কয়েকজন যুবক রাস্তার মোড়ে লাগিয়েছিলেন একটি শোভাবর্ধন বকুল ফুল গাছ। এতে ঈষার্ণিত হয়ে রাতের আঁধারে কে বা কারা সেই গাছটি কেটে দিয়েছে। এতে তীব্র ক্ষোভ ও নিন্দা করেছে গ্রামের সাধারণ মানুষ। জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের জোয়ার্দ্দার পাড়া চৌরাস্তা মোড়ে জেলা প্রশাসকের দেওয়া একটি বকুল ফুলের গাছ লাগিয়েছিলেন গাছপ্রেমিক জহির রায়হান ও এলাকার কয়েকজন যুবক। ৩ মাস আগে লাগানো গাছটি কয়েকদিনের মধ্যেই ফুল দেওয়া শুরু করত। স্থানীয় চেয়ারম্যান গাছের চারদিকে বেষ্টনি দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার রাতে কে বা কারা গাছটি কেটে দিয়েছে। ওই গ্রামের উসমান হোসেন, নাহিদ হোসেন, শাহ আলম, রিগান জোয়ার্দ্দার, জুয়েল রানাসহ বেশ কয়েকজন বলেন, গ্রামের প্রতিটি মানুষ গাছটিকে যত্ন করত। এ ধরনের ন্যাক্কারজনক কাজ যিনি করেছেন তার শাস্তি হওয়া উচিত বলে জানিয়েছেন গ্রামবাসীরা।