জেলার ঘাটাইল হরিপুরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে নারীসহ সাতজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে ১৯ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন জেলার গোপালপুর উপজেলার চন্দন (২৪), আছমা (৪০), মধুপুর উপজেলার পিরোজপুর গ্রামের শান্তা (২৪), নারায়ণগঞ্জ জেলার নুরে আলম (৩০), জামালপুর জেলার রহিম (৫০), জামালপুর জেলার বনগ্রামের মোতাহের (২৮) ও একই উপজেলা সদরের সাইদুল ইসলাম (২৪)।
ঘাটাইল থানার ওসি (তদন্ত) আমির হোসেন জানান, ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘাটাইলের হরিপুর গুণগ্রামে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়।এ সময় বাসটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে ঘটনাস্থলেই সাতজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন নিহতদের দাফনের জন্য পাঁচ হাজার টাকা করে দিয়েছেন।