কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে সন্দেহভাজন ইয়াবা বিক্রেতাদের গোলাগুলির ঘটনায় মিয়ানমারের এক নারীর মৃত্যু হয়েছে; গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন।
নিহত জাহেদা খাতুন (৫০) মিয়ানমারের মংডু শহরের কালু মিয়ার স্ত্রী।
গুলিবিদ্ধরা হলেন - ওই শহরের মোহাম্মদ তৈয়ুবের স্ত্রী রশিদা খাতুন (২৫), আবু জাহেরের স্ত্রী মজুমা খাতুন (৪৯), মকবুল আহমদের ছেলে মোহাম্মদ কাসেম (৭০) ও টেকনাফের শাহপরীর দ্বীপের আবদুল গফফারের ছেলে মোহাম্মদ শফিক (২০)।
বিজিবি কর্মকর্তা রফিকুল বলেন, হতাহতরা একটি ট্রলারে করে ইয়াবা বহন করছিলেন। তারা বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির দিকে গুলি ছোড়ে। বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছুড়লে তারা পাঁচজন আহত হয়।
“তাদের টেকনাফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহেদাকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
বিজিবি ‘বিপুলসংখ্যক’ ইয়াবাসহ ট্রলারটি জব্দ করেছে বলে তিনি জানান।
ইয়াবার সংখ্যাসহ বিস্তারিত ঘটনা পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও তিনি জানান।