শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা ৩০ জুলাই ঢাকা আসছেন
প্রকাশ: ১০:২১ am ২৭-০৭-২০১৭ হালনাগাদ: ১০:২৯ am ২৭-০৭-২০১৭
 
 
 


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা লিসা কার্টিস আগামী ৩০ জুলাই ঢাকা আসছেন। জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ কোনো কর্মকর্তার এটিই হতে যাচ্ছে প্রথম বাংলাদেশ সফর। সফরের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এ নিয়ে গত সোমবার সকালে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে তারা হাইপ্রোফাইল ওই সফরের সূচি এবং আলোচনার বিষয়গুলো চূড়ান্ত করেন। মন্ত্রণালয় সূত্র বলছে, এক দিনের ঝটিকা সফরে ঢাকায় আসা লিসা কার্টিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্ করবেন। পৃথক ওইসব সাক্ষাত্-বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রায় সবই আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশকে আরও ভালোভাবে বোঝার সুযোগ তৈরি হবে ট্রাম্প প্রশাসনের। একই সঙ্গে বাংলাদেশও নতুন প্রশাসন সম্পর্কে আরও ঘনিষ্ঠভাবে জানার-বোঝার সুযোগ পাবে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের প্রথম বৈঠক হয়েছিল গত মে মাসে, টিকফা চুক্তির আওতায়। নভেম্বরে দেশটির সঙ্গে পার্টনারশিপ চুক্তির আওতায় দ্বিতীয় দফায় আলোচনা হওয়ার সূচি রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের কোটা ও শুল্কমুক্ত প্রবেশাধিকারের দাবির বিষয়টি লিসা কার্টিসের সঙ্গে আলোচনায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হতে পারে। উল্লেখ্য, লিসা কার্টিস যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরে কাজ করেন। হোয়াইট হাউসে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র ডিরেক্টর ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া অ্যাট দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল হিসেবে দায়িত্ব নেওয়ার আগে হেরিটেজ ফাউন্ডেশনের এশিয়ান স্টাডিজ সেন্টারে কাজ করেছেন এশিয়া বিশেষজ্ঞ লিসা কার্টিস।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT