শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ড্রোন থেকে বিপদের আশঙ্কা করলে ধ্বংস করতে পারবে যুক্তরাষ্ট্র
প্রকাশ: ০২:৪৩ pm ০৮-০৮-২০১৭ হালনাগাদ: ০২:৪৭ pm ০৮-০৮-২০১৭
 
 
 


মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সামরিক বাহিনীর জন্য নতুন নির্দেশ জারি করে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিগুলো যদি কোনো ড্রোন থেকে বিপদের আশঙ্কা করে তাহলে সেগুলোকে তারা ধ্বংস করতে পারবে। পেন্টাগনের পক্ষ থেকে নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস জানিয়েছেন, সামরিক বাহিনীর বিভিন্ন বিভাগকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
affwk09-Mobile-Mania_728x90BD-[C:G.Phon]
পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে এই বার্তা পৌঁছেও দেওয়া হবে। এই নতুন নীতি সম্পর্কিত বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। কিন্তু ক্যাপ্টেন ডেভিস জানিয়েছেন, যেসব ঘাটিকে নো-ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়েছে সেখানে যদি কোনো ড্রোন প্রবেশ করে এবং তা থেকে বিপদের সম্ভাবনা রয়েছে মনে হয় তাহলে সেগুলোকে ধ্বংস করে দেয়া যেতে পারে। ডেভিস আরো জানিয়েছেন, তাদের কাছে আত্মরক্ষার অধিকার রয়েছে। এবং যেখানে সামরিকক্ষেত্রে ড্রোনের মতো ইস্যু হয় সেখানে যথেষ্ট ক্ষমতা প্রদান করা হয়। তাই এক্ষেত্রে এইসব সন্দেহভাজন-ক্ষতিকারক ড্রোনগুলি ট্র্যাক করা থেকে সেগুলোকে নিষ্ক্রিয় বা নষ্ট করার মতো ক্ষমতা দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT