যশোরে একটি প্রাইভেট কার থেকে দুটি সিংহ শাবক ও দুটি লিওপার্ড ক্যাটের ছানাসহ দুজনকে আটক করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরতলির চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে ওই বাচ্চাগুলো উদ্ধার করেছে পুলিশ। চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ বায়েজিদ এখবর গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল ১০টার দিকে চাঁচড়া চেকপোস্ট এলাকায় প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে বাচ্চাগুলো উদ্ধার ও দুজনকে আটক করা হয়। যশোরে পাচারকারীদের চক্র ঢাকার উত্তরা থেকে বাচ্চাগুলো নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল।
প্রথমে বন বিভাগ এগুলোকে চারটি বাঘে শাবকের কথা বলেছিল। আটককৃতরা হলেন- বগুড়ার আদমদিঘী উপজেলার বশিকুড়া গ্রামের আহাদ আলী সরদারের ছেলে কামরুজ্জামান বাবু(৩১) ও নরসিংদীর পলাশ উপজেলার বকুলনগর গ্রামের মান্নান ভূঁইয়ার ছেলে রানা মিয়া(২৮)।