সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৭৯ তলা আবাসিক ভবন টর্চ টাওয়ারে আবারও বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে এখনও পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার প্রথম প্রহরে মেরিনা এলাকায় অবস্থিত ১১০৫ ফুট উঁচু ওই ভবনে আগুন লাগার পর অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ভোর ৪টার দিকে তা নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার পরপরই ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবনগুলোর অন্যতম এই টর্চ টাওয়ারে কীভাবে আগুনের সূত্রপাত হল, কর্তৃপক্ষ তা জানাতে পারেনি। এই অগ্নিকান্ডের কারণ উদঘাটন করা হচ্ছে বলে জানিয়েছে দুবাই সিভিল ডিফেন্স। প্রসঙ্গত, ২০১১ সালে ভবনটি চালু হয়। এর আগে ২০১৫ সালে আগুন লেগে টর্চ টাওয়ারের ৫১ তলা থেকে ওপরের ২০টি তলা ক্ষতিগ্রস্ত হয়। এ ভবনে ৬৭৬টি অ্যাপার্টমেন্ট রয়েছে। দুই বেডরুমের এক একটি ফ্ল্যাটের দাম পাঁচ লাখ ডলারের বেশি।