দুর্গত মানুষের পাশে থাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে।এ কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের একথা জানান।এর আগে মন্ত্রী বন্যা কবলিত ৬ জেলা সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা ও কিশোরগঞ্জ সফর করেন। তিনি বলেন, দুর্গত এলাকা পরিদর্শনকালে ওইসব এলাকার কৃষক এবং কর্মকর্তা-কর্মচারীর কথা বলেছি। এসময় তারা বেশ কিছু দাবি ও সুপারিশ করেছেন। কৃষকরা অতিরিক্ত মাছের পোনা এবং সার-বীজ-কীটনাশক দেওয়ার দাবি জানিয়েছে। এছাড়া এক বছরের জন্য বিদ্যুৎ বিল মওকুফ, ও হাওর অঞ্চলের শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তির আওতায় নিয়ে আসার দাবিও করেছেন। আমি তাদের বলেছি, সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেবো।