শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
নওয়াজ শরিফের রিভিউ খারিজ
প্রকাশ: ১০:১১ pm ১৫-০৯-২০১৭ হালনাগাদ: ১০:১৭ pm ১৫-০৯-২০১৭
 
 
 


পানামা পেপারস মামলায় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিম কোর্টের দেয়া রায় পুনর্বিবেচনার আবেদন(রিভিউ) খারিজ করে দেয়া হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নওয়াজ শরিফের ছেলেমেয়ে ও সাবেক অর্থমন্ত্রী ইসহাক দারের রিভিউ আবেদনের শুনানি শেষে বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ রিভিউ আবেদনটি খারিজ করে দেন।

ফলে সংসদ সদস্য হিসেবে অযোগ্যই রয়ে গেলেন নওয়াজ। এদিকে রিভিউ খারিজের পর পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা তথ্য-প্রযুক্তি মন্ত্রী আনুশা রাহমান বলেন, এই রায় হতাশাজনক।

উল্লেখ্য, উচ্চপর্যায়ের তদন্তের পর পনামা পেপারস মামলায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট গত ২৮ জুলাই সর্বসম্মত এক রায়ে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্ট সদস্য পদে থাকার অযোগ্য ঘোষণা করে। ওই রায়ের পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান নওয়াজ। পদত্যাগের পর প্রধানমন্ত্রী হিসেবে তার ছোট ভাই শাহবাজ শরিফকে নির্বাচন করা হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT