মন্ত্রীসভায় নতুন অনুমোদন হওয়া পরিবহন শ্রমিক আইন বাতিলের দাবিতে টাঙ্গাইলে পরিবহন ধর্মঘট করছে শ্রমিকরা।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল থেকে কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই ধর্মঘট শুরু করে শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই টাঙ্গাইল বাস টার্মিনালের শ্রমিকরা বাস, কোচ ও মিনিবাস চলাচল বন্ধ করে দেয়। এতে টাঙ্গাইলের সঙ্গে ঢাকা, উত্তরবঙ্গ ও ময়মনসিংহসহ সকল রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা।
টাঙ্গাইল জেলা বাস-কোচ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোমিনুল ইসলাম লাবলু জানান, সম্প্রতি সরকার পরিবহন শ্রমিকদের জন্য যে নতুন আইন করেছে তা বাতিলের দাবিতে সকাল থেকে ধর্মঘট শুরু করে শ্রমিকরা। শ্রমিক ইউনিয়ন কোনো কার্যকর ব্যবস্থা না নিলেও সাধারণ শ্রমিকরাই স্বেচ্ছাই মালিকদের কাছে গাড়ির চাবি বুঝিয়ে দিয়েছেন। তারা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাবে না। সাধারণ শ্রমিকদের দাবি না মানা পর্যন্ত এই ধর্মঘট চলবে।