রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
পদত্যাগপত্র জমা দিতে শীঘ্রই দেশে ফিরবেন সাদ হারিরি
প্রকাশ: ১২:০৬ pm ১৩-১১-২০১৭ হালনাগাদ: ১২:১০ pm ১৩-১১-২০১৭
 
 
 


লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, পদত্যাগপত্র জমা দিতে শীঘ্রই দেশে ফিরবেন তিনি। গত সপ্তাহে পদত্যাগের ঘোষণা দেবার পর রিয়াদে ফিউচার টেলিভিশনে প্রথমবারের মতো জনসম্মুখে আসেন তিনি। হারিরির মন্ত্রিপরিষদের সদস্যরা অভিযোগ করেছেন, তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তবে তিনি গৃহবন্দিত্বের গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন। পদত্যাগের জন্য ইরান সমর্থিত হিজবুল্লাহ দলকে দায়ী করেছেন হারিরি। পাশাপাশি তার নিজের এবং পরিবারের নিরাপত্তা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সংশ্লিষ্ট দেশগুলোকে সতর্ক করে দিয়েছে যেন ছায়াযুদ্ধে লেবাননকে বলি করা না হয়। হারিরি একজন সুন্নী নেতা এবং ব্যবসায়ী। ২০১৬ সালের নভেম্বরে তিনি লেবাননের প্রধানমন্ত্রী মনোনয়ন পান। রিয়াদে টিভি সাক্ষাতকারে হারিরি বলেন, "আমি পদত্যাগ করেছি। আমি খুব শীঘ্রই লেবাননে যাব এবং আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র জমা দিব। আমার এই পদত্যাগের মাধ্যমে লেবানন জেগে উঠবে। তবে তিনি স্বীকার করেন যে তার পদত্যাগ যথাযথ প্রক্রিয়ায় ছিলো না। উল্লেখ্য, গত ২ নভেম্বর সৌদি সফরকালীন সময়ে হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি।

সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT