মেয়াদ শেষ হবার দেড় বছর আগেই পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান। রোববার (০৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন রেজিস্ট্রার দপ্তরের সচিব মোখলেছুর রহমান। তিনি বলেন, সকালে প্রক্টর স্যার রেজিস্ট্রার স্যারের কাছে অব্যাহতি চেয়ে একটি পত্র দিয়েছেন। অব্যাহতিপত্রের কোনো কারণ সম্পর্কে আমি অবগত নই। পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, প্রিয় মহোদয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ হতে অব্যাহতি চাচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মজিবুল হক আজাদ খান সাংবাদিকদের বলেন, কোনো কারণ ছাড়াই পদত্যাগ করেছি। এর আগে ২০১৬ সালের ২৯ মার্চ ৩ বছরের জন্য প্রক্টর হিসেবে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মজিবুল হক আজাদ খানকে নিয়োগ দেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন।