মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম পপ তারকা গায়িকা লেডি গাগা অসুস্থ ।‘ফাইব্রোমায়ালজিয়া’ নামের এক জটিল রোগে তিনি ভুগছেন । সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে যুক্তরাষ্ট্রের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । এক বছরেরও বেশি সময় ধরেই তিনি অসুস্থ ছিলেন । এ মাসে ব্রাজিলের ‘রক ইন রিও ফেস্টিভ্যাল’-এ অংশ নেওয়ার কথা লেডি গাগার । অসুস্থতার কারণেই তিনি এ উৎসবে অংশ নিতে পারছেন না । লেডি গাগার উপর নির্মিত ডকুমেন্টারি ‘ফাইভ ফুট টু’ । তার এ অসুস্থতা ডকুমেন্টারি দেখানো হয়েছে । ২২ সেপ্টেম্বর ওই ডকুমেন্টারি নেটফ্লিক্সে মুক্তি পাবার কথা রয়েছে । লেডি গাগা ১৯৮৬ সালের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করেন । থিয়েটারের প্রতি আগ্রহী হওয়ার কারণে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের থিয়েটার স্কুলে ভর্তি হন । ২০০৫ সালে তিনি সঙ্গীতজগতে প্রবেশ করেন । গান গেয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন । ২০০৮ সালে গাগার প্রথম অ্যালবাম ‘দ্য ফেম বাজারে’ বের হয় । পরের বছর আসে তার দ্বিতীয় অ্যালবাম ‘দ্য ফেম মনস্টার’ । ২০১১ সালে সবশেষ মুক্তি পায় লেডি গাগার তৃতীয় অ্যালবাম ‘বর্ন দিস ওয়ে’ । অ্যালবাম বিক্রির নতুন রেকর্ড সৃষ্টি করেন তিনি । গানের পাশাপাশি একাধিক ছবিতেও অভিনয় করেছেন তিনি ।