কবি, কলামিস্ট ও বুদ্ধিজীবী ফরহাদ মজহারকে তাঁর রাজধানীর বাসার নিচ থেকে অপহরণের অভিযোগ পাওয়া্ যাচ্ছে।
আজ সোমবার ভোরে বাসা থেকে বের হওয়ার পর পরই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তাঁর স্বজনরা।
ফরহাদ মজহারের ঘনিষ্ঠজনরা জানান, ভোর সাড়ে ৪টার দিকে একটি ফোন পেয়ে তিনি বাসা থেকে বের হন। এর পরই তাঁকে অপহরণ করা হয়। অপহরণকারীরা ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলেও তাঁরা জানান।
এ ব্যাপারে আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোহসিনও এনটিভি অনলাইনকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক (তদন্ত) ফরহাদ মজহারের বাসায় গিয়েছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
এ ব্যাপারে আদাবর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুজন জানান, অপহরণকারীদের গ্রেপ্তারের স্বার্থেই এখন এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া যাচ্ছে না।
শ্যামলীর রিং রোডের ফরহাদ মজহারের বাসায় গিয়ে দেখা যায়, সেখানে তাঁর পরিচিত অনেকেই এসেছেন। বাসায় তাঁর স্ত্রী কলামিস্ট ও নারী অধিকারকর্মী ফরিদা আক্তারকে তাঁরা সান্ত্বনা দিচ্ছেন।
সেখানে পুলিশের কর্মকর্তারাও উপস্থিত হয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তাঁরা। কথা বলা শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।