ভারতীয় অভিনেত্রী ফরিদা জালালের মৃত্যুর ভূয়া সংবাদ প্রকাশের জবাবে অভিনেত্রী জানালেন- এখনো বেঁচে আছেন তিনি!
সুস্থ সবল একজনকে কলমের খোঁচায় বানিয়ে দেয়া হলো মৃত! সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে প্রবীণ এই অভিনেত্রীর মৃত্যু সংবাদ। এতে বিভ্রান্ত হয়ে অনেকেই ফোন করতে শুরু করেছেন এই অভিনেত্রীকে। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই জনালেন তার বেঁচে থাকার খবর!
টুইট পোস্টে এ অভিনেত্রী লিখেছেন, “আমি মারা যাই নি, এখনো বেঁচে আছি এবং বেশ সুস্থ সবলই আছি! আমার মৃত্যুর সংবাদটি গুজব ছাড়া আর কিছুই নয়। দয়া করে আপনারা মিথ্যা এবং ভূয়া সংবাদ ছড়াবেন না।”
ডিএনএকে দেওয়া এক সাক্ষাতকারে ফরিদা বলেন, “প্রথমে যখন সংবাদটি শুনি তখন আমার অনেক হাসি পেয়েছিলো! কিন্তু এর পর আমার কাছে একের পর এক ফোন আসতে শুরু করে। সবাই জানতে চায় আমার কী অবস্থা। তখন কিছুটা বিরক্ত হয়েছি। আমি বুঝি না মানুষ কেন এভাবে গুজব ছড়ায়।”
৬৭ বছর বয়েসি এই অভিনেত্রীকে শিগগিরি দেখা যাবে ‘সারগোশিয়া’ নামের একটি সিনেমায়। সেখানে এক কাশ্মিরী মহিলার চরিত্রে অভিনয় করবেন তিনি। ‘দিলওয়ালিয়া দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ সহ অসংখ্য সিনেমায় বিভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে।