পুলিশ বলছে, নিহত সাগর (২৮) ডাকাত দলের সদস্য ছিলেন। কয়েক মাস আগে ইসলামপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার মামলার আসামি ছিলেন তিনি।
মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে তাঁতীবাজার চিত্রা সিনেমা হলের গলিতে গোলাগুলির এ ঘটনা বলে পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহেন শাহ জানান।
তিনি বলেন, রাতে চিত্রা সিনেমা হলের সামনে দিয়ে একসঙ্গে আটজনকে হেঁটে যেতে দেখে পুলিশ তাদের পরিচয় জানতে চায়।
“তারা পরিচয় না দিয়ে পুলিশের দিকে বোমা ও গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির পর ঘটনাস্থলে আহত অবস্থায় সাগরকে পড়ে থাকতে দেখা যায়।”
পরে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মওদুদ হাওলাদার জানান।
তিনি বলেন, সাগরের বিরুদ্ধে গুলি করে টাকা ও সোনা ছিনতাইয়ের বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় তিনি জানাতে পারেননি।