পরীক্ষামূলকভাবে ৬টি দেশের নিউজ ফিডে পরিবর্তন এনেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। যারা বিভিন্ন পেজ খুলে সংবাদ বা পোস্ট প্রকাশ করে, তাদের জন্য বিনামূল্যে নিউজফিডের সুবিধা থাকছে না। এর মানে অর্থ ব্যয় না করলে তাদের পোস্ট আর ব্যবহারকারীদের নিউজফিডে দেখাবে না ফেসবুক। এ দেশগুলোতে পেজ পাবলিশার বা প্রকাশকদের ফেসবুক পেজ আলাদা এক্সপ্লোর ট্যাবে দেখানো হচ্ছে। আর মূল নিউজ ফিডে দেখাচ্ছে শুধু ফেসবুক বন্ধুদের পোস্ট আর ছবি।
বিজনেস ইনসাইডের খবরে জানা যায়, ফেসবুকের লক্ষ্য ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত ও পাবলিক কন্টেন্ট আলাদা দেখতে চান কি না তা পরীক্ষা করা। যদিও ফেসবুকের কর্মকর্তারা বলছেন এটা পরীক্ষামূলক। ফেসবুকের এই নাটকীয় পরিবর্তন গণমাধ্যম সংস্থা ও অন্যান্য ব্যবসাগুলোকে বিপদে ফেলতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। যারা ফেসবুক নেটওয়ার্ক ব্যবহার করে তাদের সংবাদ, স্টোরি ও তথ্য প্রচার করে থাকে তারা ইতিমধ্যেই বেশ চাপে পড়েছে।