রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বাংলাদেশ-ভারত ২২ চুক্তি সই
প্রকাশ: ০৩:২১ pm ০৮-০৪-২০১৭ হালনাগাদ: ০৩:২৩ pm ০৮-০৪-২০১৭
 
 
 


বাংলাদেশ ও ভারতের মধ্যে ২২টি চুক্তি সই হয়েছে। এরমধ্যে চারটি চুক্তি বিনিময় করেছে ঢাকা ও নয়াদিল্লি।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠকের পর এ চুক্তিগুলো সই হয়।

এরপর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চারটি চুক্তি বিনিময় করেন এতে স্বাক্ষর করা প্রতিনিধিরা। বিনিময় হওয়া চারটি চুক্তি হলো- তৃতীয় দফা ‍ঋণ সহায়তা (এলওসি) ৪.৫ বিলিয়ন ডলার, দ্বিপাক্ষিক বিচার বিভাগীয় সহযোগিতা, আউটার স্পেসের শান্তিপূর্ণ ব্যবহার ও পেসেঞ্জার ক্রু সার্ভিস প্রটোকল আইন।

বৈঠক ও চুক্তি সইয়ের পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে অংশ নেন দুই প্রধানমন্ত্রী। তার আগে হিন্দি ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর আত্মজীবনীর মোড়ক উন্মোচন করেন হাসিনা ও মোদি। এসময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT