ইরাকের রাজধানী বাগদাদে একটি আত্মঘাতী বোমা হামলায় ৮ জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। দেশটির পুলিশ এবং হাসপাতাল সূত্র জানিয়েছে, উত্তর বাগদাদ সংলগ্ন একটি ব্যস্ততম রাস্তায় পুলিশের চেকপোস্ট লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে মাঝেমধ্যেই আইএস এ ধরনের হামলা চালিয়ে থাকে। এর আগে গত ৪ জানুয়ারি কাবুলে আইএসের আত্মঘাতী হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং ২৫ জন আহত হয়। মাদকের বিরুদ্ধে অভিযান চলাকালে ওই আত্মঘাতী হামলা চালানো হয়।