ইরাকের রাজধানী বাগদাদে জোড়া আত্মঘাতী হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরো ৬৫ জন আহত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সকালে আল-তায়ারান শহরে এই হামলা চালানো হয়। সেখানে অনেক কর্মী কাজ করেন। এরপরই সেখানে আরেকটি আত্মঘাতী হামলা চালানো হয়। ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মেজর জেনারেল সাদ মান বলেছেন, সোমবার সকালে শহরের তায়রান স্কয়ারে ব্যস্ত সময়ে ওই হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, দুই ব্যক্তি এই আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। শ্রমিকরা কাজের জন্য এই এলাকায় জড়ো হয় বলে সেখানে সকালবেলা ভিড় ছিল। কোনো জঙ্গি দলই এই হামলার দায় এখনো স্বীকার করেনি। তবে হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়েছে। এর আগে শনিবার পুলিশ চেকপয়েন্টে একটি আত্মঘাতী হামলায় পাঁচজন নিহত হয়েছিলেন। সূত্র: এএফপি