বাগেরহাটের মোড়েলগঞ্জে খেয়া ট্রলার ডুবির ঘটনায় দুই শিশুসহ আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১০ জন। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে উদ্ধার অভিযানের ৩য় দিন পানগুছি নদীর বিভিন্ন স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে চারজন পুরুষ, দু’টি শিশু ও একজন নারী। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বাগেরহাট ফায়ার সার্ভিসে উপ-সহকারী পরিচালক (ডিএডি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ ও নিখোঁজদের স্বজনেরা। এছাড়া নৌবাহিনীর ২টি ডুবরি দল ও কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। এর আগে গত দুই দিনে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টায় উপজেলার ছোলমবাড়িয়া খেয়াঘাট থেকে প্রায় ৮০ জন যাত্রী নিয়ে মোড়েলগঞ্জ পুরাতন থানার ঘাটে যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়।