রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কমিশন। বাঘাইছড়ি পৌর নির্বাচন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ এই নির্বাচন নতুন কমিশনের অধীনে প্রথম নির্বাচন।
বাঘাইছড়ি পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ১১৭ জন। এর মধ্যে পাহাড়ি ভোটার ১ হাজার ৭০০ জন।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাফর আলী নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী ওমর আলী ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, ‘সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কোথাও কোনো অনিয়ম দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।’