বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা দক্ষিণের বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে রাজধানীর মালিবাগ এলাকা থেকে আটক করা হয়েছে।মঙ্গলবার(৬ ফেব্রুয়ারি)সকালে তাকে আটক করা হয়।বিএনপির একাধিক সূত্র এ খবর নিশ্চিত করেছেন।এছাড়া তার ব্যক্তিগত সহকারি আক্তারুজ্জামান বাচ্চু আটকের কথা গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন সোহেল। পথে মালিবাগ থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। তবে এ বিষয়ে ডিবির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হাবিব-উন নবী খান সোহেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। গত ৩০ জানুয়ারি হাইকোর্ট মোড়ে পুলিশের প্রিজনভ্যানে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের তিনটি মামলারই আসামি তিনি। রাজধানীর পল্টন, মিরপুর, মতিঝিল, ডেমরা, আদাবর ও কালসী থানায় দায়ের মামলায় উচ্চ আদালত থেকে তিনি সম্প্রতি জামিনে মুক্তি পান। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত হাবীব-উন নবী সোহেলের বিরুদ্ধে তদন্তাধীন ও অভিযোগ গঠন হওয়া ১১০টির মত মামলা রয়েছে।