শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে আবারও সময় পেয়েছে সরকার
প্রকাশ: ১০:৩৭ am ০৩-১২-২০১৭ হালনাগাদ: ১০:৩৯ am ০৩-১২-২০১৭
 
 
 


অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে আবারও সময় পেয়েছে সরকার । সুপ্রিমকোর্টের আপিল বিভাগ সরকারকে আরও এক সপ্তাহ সময় দিয়েছেন । রোববার (৩ ডিসেম্বর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন বেঞ্চ আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সরকারকে এ সময় দেন। আদালত শেষে অ্যাটর্নি জেনারেল জানান, গেজেটের বিষয়ে সুরাহা করতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সঙ্গে আইনমন্ত্রী বসতে চান। এদিকে শৃঙ্খলাবিধি নিয়ে বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের দীর্ঘদিন ধরে টানাপোড়েন প্রসঙ্গে আইন বিশেষজ্ঞরা বলছেন, শৃঙ্খলাবিধির গেজেট হওয়া দরকার । কিন্তু সরকার সেটা করবে না । এভাবেই দিনের পর দিন পার করে দেবে সরকার । প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা ছুটিতে যাওয়ার পর বিচারকদের চাকরিবিধির বিষয়টি ৮ অক্টোবর আপিল বিভাগে উঠলে সে সময় ৫ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয় । সে অনুযায়ী বিষয়টি রোববার সকালে আদালতে ওঠে এবং অ্যাটর্নি জেনারেল আবারও সময়ের আবেদন করেন । অ্যাটর্নি জেনারেল আদালতে বলেন, আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তিনি বিষয়টি নিয়ে আপিল বিভাগের সঙ্গে বসতে চান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT