শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ৬৪০ গ্রাম সোনার বার উদ্ধার
প্রকাশ: ০৪:১৫ pm ১৮-০৯-২০১৭ হালনাগাদ: ০৪:২০ pm ১৮-০৯-২০১৭
 
 
 


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। উদ্ধারকৃত সোনার দাম প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।

সোমবার সিঙ্গাপুর থেকে আসা বিমানের সিটের ভেতর থেকে এগুলো উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমসের সহকারী পরিচালক এইচ এম আহসানুল কবির রাইজিংবিডিকে এসব তথ্য জানিয়েছেন।

ঢাকা কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদ থাকায় সকালে সিঙ্গাপুর থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্স বিভিন্ন স্থানে তল্লাশি চালায় ঢাকা কাস্টমস। একপর্যায়ে সিটের পেছনে শক্ত ধাতব বস্তু থাকার অস্তিত্ব পাওয়া যায়। সিটের ফোম উঠানোর পর দেখা যায় ছোট কালো ব্যাগ আঠাযুক্ত অবস্থায় সিটের সঙ্গে লাগানো আছে। ব্যাগটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে বিমানবন্দরের কাস্টম হলে নিয়ে আসা হয়। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ব্যাগ খুলে বাদামী স্কচটেপ মোড়ানো ১০ তোলা ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT