আগামী ২৪শে জুন বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে কল্পতরুর ভরতনাট্যম ডিপ্লোমা ডিগ্রিধারীদের সনদপত্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমে নয় বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করেছেন কল্পতরুর প্রথম ব্যাচের শিক্ষার্থীরা। এ উপলক্ষে এই সাত শিক্ষার্থীর হাতে কল্পতরু এবং ভারতের ওয়েষ্ট বেঙল ডান্স গ্রুপ ফেডারেশনের যৌথ প্রয়াসে ডিপ্লোমা সনদ ও পুরস্কার প্রদান করা করবে। ডিপ্লোমা ডিগ্রীধারী ওই সাত শিক্ষার্থীরা হলেন- জুয়েইরিয়াহ মৌলি, সুদ্ধা শ্রীময়ী দাস, পারিসা ওমর, আভিয়া খান, আনিস্তা খান, শাম্মী আক্তার ও তাহসিন সাবা তুরশী। অনুষ্ঠানের এক পর্যায়ে কল্পতরুর নৃত্যগুরু অমিত চৌধুরীর নির্দেশনায় কল্পতরুর শিল্পীগণ এবং অমিত চৌধুরী দ্বারা পরিবেশিত হবে ভরতনাট্যম নৃত্য প্রযোজনা 'নৃত্যার্পণ'। এছাড়াও থাকবে সাধনার শিল্পীদের পরিবেশনায় 'মনিপুরি' এবং 'কথক নৃত্য' পরিবেশনা। উল্লেখ্য, ২০০৮ সালে ঢাকায় শুরু হয় কল্পতরুর এই পথচলা। অধ্যক্ষ লুবনা মরিয়ম ও নৃত্যগুরু অমিত চৌধুরীর সান্নিধ্যে থেকে তাদের কাছ থেকে তালিমপ্রাপ্ত কল্পতরুর এই শিল্পীগণ ইতোমধ্যে দেশে-বিদেশে ভরতনাট্যম নৃত্যের পরিবেশনা দিয়ে সুনাম অজন করেছেন। এছাড়াও ভারতবর্ষের প্রখ্যাত ভরতনাট্যম নৃত্যশিল্পী এবং নৃত্যগুরুগণের কর্মশালায় যোগদান করেছেন। সকলের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন পন্ডিত তন্ময় বোস।