ভারতের সঙ্গে সাড়ে ৪শ কোটি ডলারের ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার (০৪ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশে -ভারত দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ ঋণচুক্তি স্বাক্ষর হয়।
স্বাক্ষর শেষে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি সাংবাদিকদের বলেন, কোন দেশকে দেয়া এটাই ভারতের সর্বোচ্চ ঋণ। এই ঋণ আগের ঋণগুলোর মতোই কঠিন শর্তের। এ ঋণের অনুকূলে গৃহীত প্রকল্পের ৭৫ শতাংশ পণ্য বা সেবা ভারতীয় প্রতিষ্ঠান থেকে আনতে হবে। এছাড়া কমিটমেন্ট ফি, গ্রেস পিরিয়ডসহ পরিশোধের সময় কমসহ ভারতীয় প্রতিষ্ঠানকে কাজ দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। এর আগে এই শর্তে আরও দু’বার ঋণ নিয়েছে বাংলাদেশ সরকার। জানা গেছে, এই ঋণের অর্থ ব্যবহারে মোট ১৭ প্রকল্প চিহ্নিত করা হয়েছে। এর আগে তৃতীয় দফার এ ঋণ চুক্তির শর্ত শিথিলের বিষয় নিয়ে উভয় দেশের প্রতিনিধি দলের আলোচনা হয়েছে।