ভিসা জটিলতার কারণে আরও দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট বিজি-৩০৩৯ ও বিজি-৩০৩১ বাতিল করা হয়। সোমবার (৩১ জুলাই) ১০টা ২৫ মিনিটের এবং মঙ্গলবার ৮টা ৫৫ মিনিটের হজ ফ্লাইটটি ছেড়ে যাবার কথা ছিল। জানা গেছে, বিমানের সব যাত্রী উপস্থিত না থাকার কারণে ফ্লাইট বাতিল হয়ে যায়। এখন পর্যন্ত এ নিয়ে বিমানের মোট ৬টি ফ্লাইট বাতিল করা হলো। এর ফলে বিড়ম্বনায় পড়েছেন হজযাত্রীরা। এর আগে রোববার দুপুর ১২টা ১৫ মিনিটের বিজি-১০২৭ নম্বর ফ্লাইটটি, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের বিজি-৫০২৭ নম্বর ফ্লাইটটিও বাতিল করা হয়েছে। এর আগে শনিবার সকাল ৫টা ৫৫ মিনিট এবং সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট জেদ্দা যাবার দুটি ফ্লাইট বাতিল করা হয়। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, এসব ফ্লাইটের হজযাত্রীদের ভিসা জটিলতা সহসা কাটলে অন্য ফ্লাইটে তাদের পাঠানো হবে।