রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার আব্দুল আলীমের মৃত্যু
প্রকাশ: ০১:০০ pm ২৭-০৩-২০১৭ হালনাগাদ: ০৫:৩৬ pm ২৭-০৩-২০১৭
 
 
 


মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার আব্দুল আলীম মোল্লা (৮০) মারা গেছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে আজ ভোরে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

কারারক্ষী জাকারিয়া জানান, আব্দুল আলীম মোল্লা মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার হওয়া আসামি। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুল আলীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT