শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
মালদ্বীপে বিক্ষোভ করার অপরাধে ১৩৯ জনকে গ্রেপ্তার
প্রকাশ: ০১:০৬ pm ১৮-০৩-২০১৮ হালনাগাদ: ০১:০৮ pm ১৮-০৩-২০১৮
 
 
 


মালদ্বীপে জরুরি অবস্থার মধ্যে বিক্ষোভ করার অপরাধে ১৩৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে ও দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন। মুখোশ পরা বিশেষ পুলিশ সদস্যরা বিক্ষোভের সময় ১৪১ জনকে গ্রেপ্তার করে। পরে দুজনকে ছেড়ে দেওয়া হয়। মিছিল ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

এদিকে, আরো ৩০ দিন বাড়িয়ে ২২ মার্চ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

মালদ্বীপ কর্তৃপক্ষ জরুরি অবস্থার মধ্য দিয়ে বাকস্বাধীনতা হরণ করছে বলে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT