মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) একটি ধর্মীয় স্কুলে আগুন লাগার ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ কিশোরকে আটক করেছে দেশটির পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) মালয়েশীয় পুলিশ জানিয়েছে, আটককৃত সকলের বয়স ১১ থেকে ১৮ বছরের মধ্যে। কুয়ালালামপুরের তাহফিজ দারুল কোরান ইত্তেফাকিয়া নামের ওই বোর্ডিং স্কুলটিতে বৃহস্পতিবার সকালে আগুন লাগার ঘটনা ঘটে। সে সময় স্কুলের শিক্ষার্থীরা সব ঘুমিয়ে ছিল। কুয়ালালামপুরের পুলিশ প্রধান অমর সিং শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রান্নাঘর থেকে দুটি গ্যাস সিলিন্ডার বের করে আনা হয়েছিলো। তিনি জানান, স্কুলের ছেলেদের মধ্যকার বিবাদকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। তিনি আরো জানান, আটককৃতরা হত্যার দায়ে অভিযুক্ত হতে পারে। তবে অমর সিং এটাও বলেন, যারা এ কাজটি করেছে তারা হয়তো জানতো না এতে কারো মৃত্যু ঘটতে পারে। সন্দেহভাজনদের সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
সূত্র: বিবিসি