শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
মেসির গোলে বার্সার রক্ষা
প্রকাশ: ০৯:০০ am ০৯-০১-২০১৭ হালনাগাদ: ০৯:৫৬ am ০৯-০১-২০১৭
 
 
 


ভিয়ারিয়ালের মাঠে পিছিয়ে থাকা বার্সেলোনাকে শেষ মুহূর্তের দুর্দান্ত ফ্রি-কিকে উদ্ধার করেছেন লিওনেল মেসি। ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট বাঁচালেও লা লিগার শিরোপা দৌড়ে আরেকটি ধাক্কাই খেল লুইস এনরিকের শিষ্যরা। লিগ লিডার রিয়াল মাদ্রিদের চেয়ে যে আরো পিছিয়ে পড়লো কাতালানরা।

হার দিয়ে ২০১৭ সাল শুরু করা বার্সার নতুন বছরে প্রথম জয়ের অপেক্ষাটা অারেকটু দীর্ঘায়িত হলো! কোপা দেল রের ম্যাচে অ্যাথলেতিক বিলবাওয়ের কাছে ২-১ গোলে হারের (শেষ ষোলোর প্রথম লেগ) পর এবার লিগ ম্যাচে হোঁচট খেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ন্যু ক্যাম্পে ১২ জানুয়ারির কোপা দেল রের ফিরতি পর্বের বাঁচা-মরার ম্যাচের প্রস্তুতিটাও হলো হতাশাজনক।

বল দখলে আধিপত্য ধরে রাখলেও সবশেষ ছয়টি লিগ ম্যাচের মধ্যে পঞ্চমবারের মতো গোলশূন্য স্কোরলাইন নিয়ে প্রথমার্ধ শেষ করে বার্সা। বিরতির পর চার মিনিটের মাথায় ভিয়ারিয়ালকে লিড এনে দেন ইতালিয়ান ফরোয়ার্ড নিকোলা স্যানসোন।

ম্যাচে ফিরতে মরিয়া মেসি-নেইমার-সুয়ারেজ-ইনিয়েস্তাদের সব প্রচেষ্টাই যেন ভেস্তে যায়। একটা পর্যায়ে তো হারের শঙ্কাই পেয়ে বসেছিল। বরাবরের মতোই ত্রাতায় ভূমিকায় হাজির মেসি। ৯০ মিনিটে ডি-বক্স প্রান্তে ফ্রি-কিক পায় ভিজিটররা।

সেটিই বাঁ পায়ের অসাধারণ শটে সমতায় ফেরা গোলে পরিণত করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। চার মিনিটের ইনজুরি সময়ে দু’দলের কেউই আর গোলের দেখা পাননি। তাই পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয়।

আগামী শনিবার (১৪ জানুয়ারি) পরবর্তী লিগ ম্যাচে লাস পালমাসের মুখোমুখি হবে বার্সা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় খেলা শুরু হবে।

পয়েন্ট টেবিলে এক ম্যাচ কম খেলা রিয়ালের চেয়ে বার্সার পয়েন্ট ব্যবধান এখন পাঁচে ঠেকলো। দুইয়ে উঠে আসা সেভিয়ার পেছনেই অবস্থান করতে হচ্ছে। ১৭ ম্যাচ শেষে ১০ জয়, ৫ ড্র ও ২ হারে সংগ্রহ ৩৫। সমান ম্যাচে সেভিয়া এক পয়েন্ট এগিয়ে। ১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শিরোপার পথে ছুটছে গ্যালাকটিকোরা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT